বিজ্ঞাপন

অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভ্যাকসিন নিন: আ.লীগ

February 11, 2021 | 11:50 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কোনো অপপ্রচার ও মিথ্যাচারে কান না দিয়ে নির্ভয়ে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, যে যতই অপপ্রচার করুক, আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন। পর্যায়ক্রমে দেশের আরও ১৩ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) কেন্দ্রে ভ্যাকসিন নেন আওয়ামী লীগ নেতারা। ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ আহ্বান জানান।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে আটটার পর থেকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে ফরম পূরণ করে ভ্যাকসিন গ্রহণ শুরু করেন। কয়েকজন নেতা সস্ত্রীক ভ্যাকসিন নেন। সকাল নয়টা থেকে ১০টার মধ্যে ভ্যাকসিন নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও সৈয়দ আবদুল আউয়াল শামীম।

দলের উপদফতর সম্পাদক সায়েম খান বলেন, ‘আমাদের আরও কয়েকজন নেতার ভ্যাকসিন নেওয়ার কথা রয়েছে। তারা হলেন- উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, ইনাম আহমেদ চৌধুরী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও আজিজুস সামাদ আজাদ ডন।’

বিজ্ঞাপন

ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের সঙ্গে লড়াই করে এই ভ্যাকসিন এনেছেন। উনি মানুষকে সুরক্ষা দেওয়ার বিষয়টি কৃষি ও শিক্ষা খাতের মতোই দেখছেন। মহামারির ভয়াল পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য উনি ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন।’

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি অংশ এখানে ভ্যাকসিন নিয়েছেন। আমাদের মধ্যে যারা জনপ্রতিনিধি আছেন, সরকারের মন্ত্রী হিসাবে আছেন তারা ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। আজ আমরা একটি সরকারি কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছি। এখানকার পরিবেশ খুবই ভালো। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা ভ্যাকসিন নিতে খুবই আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা ২০২০ সালের বাজেট অধিবেশনে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই ভ্যাকসিন আবিষ্কার হবে, প্রথম সুযোগেই বাংলাদেশের নাগরিকদের জন্য তিনি ভ্যাকসিন সুনিশ্চিত করবেন। তিনি তার কথা রেখেছেন। ইতোমধ্যে আমরা ৭০ লাখ ভ্যাকসিন সংগ্রহ করেছি। পর্যায়ক্রমে ১৩ কোটি মানুষের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভ্যাকসিনের ব্যবস্থা করবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘যেখানে উন্নত রাষ্ট্র ইউরোপ-আমেরিকায় মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, সেখানে বাংলাদেশের মতো একটি দেশের নাগরিকের জন্য প্রধানমন্ত্রী ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা ভ্যাকসিন নিয়েছি। দেশের মানুষকেও আহ্বান জানাব, পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। আপনারাও কেন্দ্র গিয়ে ভ্যাকসিন নিন।’

সারাবাংলা/এনআর/এমআই/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন