বিজ্ঞাপন

রূপগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ারে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন

February 11, 2021 | 8:57 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: জেলার রূপগ‌ঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্টে (২য় পর্যায়) জরুরি সেবা দিতে অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হ‌য়েছে। বৃহস্প‌তিবার (১১ ফেব্রুয়ারী) দুপু‌রে উপ‌জেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ে এ সেবার শুভ উদ্বোধন ক‌রেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বিজ্ঞাপন

বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি তারাবো পৌরসভাকে এই অ্যাম্বুলেন্স উপহার ‌হি‌সে‌বে দিয়েছে। তারা‌বো পৌরবাসীর স্বাস্থ্যসেবার সু‌বিধার জন্য এ সেবা বাস্তবায়ন ক‌রেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লেন, ‘সমা‌জের বিত্তবান‌দের উচিৎ অসহায়-হতদ‌রিদ্র মানু‌ষের কল্যা‌ণে কাজ করা। দুঃস্থ, অসহায়, গরীব, হতদ‌রিদ্রদের পা‌শে থাকা। হতদ‌রিদ্রদের এগি‌য়ে নি‌তে সমা‌জের বিত্তবান‌রা কাজ কর‌লে বাংলা‌দেশ এগিয়ে যা‌বে। এতেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হ‌বে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে সভাপ‌তির বক্ত‌ব্যে তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী ব‌লেন, ‘মানু‌ষের সেবা করা মহৎ কাজ। বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি তারাবো পৌরসভাকে অ্যাম্বুলেন্স উপহার ‌হি‌সে‌বে দিয়ে মহৎ কাজ ক‌রে‌ছে। এতে তারা‌বো পৌরবাসীর উপকার হ‌বে। উপকার সর্বসাধারণ উপভোগ করতে পারবে। এজন্য বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির সং‌শ্লিষ্ট সবাই‌কে ধন্যবাদ জানা‌চ্ছি।’ এসময় তি‌নি তারা‌বো পৌরসভা‌কে এগিয়ে নি‌তে সবার সা‌র্বিক সহ‌যোগিতা কামনা ক‌রেন।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন- তারা‌বো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারা‌বো পৌরসভার নির্বাহী প্রকৌশলি জেড এম আনোয়ার, তারা‌বো পৌরসভার স‌চিব তাজুল ইসলাম, তারা‌বো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, জসীম উদ্দিন ভুঁইয়া, রাসেল সিকদার, আক্তার হোসেন মোল্লাসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন