বিজ্ঞাপন

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি

February 14, 2021 | 9:52 am

গোলাম সামদানী, চুনারুঘাট থেকে

চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। সকাল ৮টায় ভোট শুরুর আগেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। চতুর্থ ধাপের এই ভোটে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

হাজী ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের অনেক ভিড়। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২০৮২ জন। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ৬টি ভোটকক্ষে ভোট কাস্ট হয়েছে ১৩১টি। এক নম্বর কক্ষে ৩৫৬ ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ২০টি, ২ নম্বর কক্ষে ৩৫৬ ভোটারের মধ্যে ২৩টি, ৩ নম্বর কক্ষে ৩৫৪ ভোটারের মধ্যে ২৪টি, ৪ নম্বর কক্ষে ৩৩৯ ভোটারের মধ্যে ২০টি, ৫ নম্বর কক্ষে ৩৩৯ ভোটারের মধ্যে ১৫টি, ৬ নম্বর কক্ষে ৩৩৮ ভোটারের মধ্যে ২৯টি ভোট কাস্ট হয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহ আলম সারাবাংলাকে বলেন, সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। কিন্তু এখানে ইভিএমে ভোট গ্রহণের কারণে ভোটদানে একটু সময় লাগছে। কারণ অনেকেই ইভিএমে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। তবে পরিস্থিতি সুষ্ঠু রয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম সারাবাংলাকে বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কেউ কোথাও বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবেদমন করা হবে।

চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হুসেইন জিতু সারাবাংলাকে বলেন, এখানে সকল রাজনৈতিক দলের সহাবস্থান রয়েছে। আমরা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করছি না। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে বলে আমি আশাবাদী।

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এর মধ্যে পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন শামসু, আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) দলীয় (হাত পাখা) প্রতীকের প্রার্থী মো. বাছির আহম্মদ।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ১১টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ৭১৭৮ জন নারী ৭২১৪ জন। সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/জিএস/এসএসএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন