বিজ্ঞাপন

পাকিস্তানে খেলতে বাড়তি টাকার লোভ

March 20, 2018 | 5:14 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

দেশে ক্রিকেট ফেরাতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সফর করতে বাড়তি অর্থ সুবিধা অনেক দিন ধরে দিয়ে আসছে পিসিবি। যার ব্যতিক্রম হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের আসন্ন পাকিস্তান সফরেও। গুঞ্জন উঠেছে সিরিজটিতে অংশ নিতে ক্যারিবীয়ান ক্রিকেটারদের বড় অংকের টাকার লোভ দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

একটার পর একটা সিরিজ আয়োজন করে বিদেশি খেলোয়াড়দের মনের ভয় দূর করতে চাইছে পাকিস্তান। তারই ধারাবাহিকতায় আগামী মাসে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবীয়দের জনপ্রতি তিন ম্যাচের জন্য প্রণোদনা বাবদ ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। যদিও বোর্ডের পক্ষ থেকে টাকার অঙ্কটা পরিষ্কারভাবে জানানো হয়নি।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষ হলেই ১৩ সদস্যের দল নিয়ে পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের সঙ্গে চুক্তির ভিত্তিতে মূল বেতনের ৭০ ভাগ থেকে দ্বিগুণ পর্যন্ত দেয়া হবে ক্রিকেটারদের। ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়ে দিয়েছে, বাড়তি টাকাটা তারা খেলোয়াড়দের দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে পেয়েই। যেহেতু এটা এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাইরের সিরিজ, তাই একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ সিডব্লিউআইকে দিচ্ছে পিসিবি।

বিজ্ঞাপন

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে খেলতে যাচ্ছে না বড় দলগুলো। ক্রিকেট ফেরাতে এমন বাড়তি অর্থ সুবিধা এবারই প্রথম দিচ্ছে না পাকিস্তান। ২০১৫ সালে প্রথমবার জিম্বাবুয়ে যখন সফর করে তখন তাদের জনপ্রতি ক্রিকেটারকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার করে দিয়েছিল পিসিবি। এমনকি পিএসএল ফাইনালেও গত বছর বিদেশি ক্রিকেটারদের বাড়তি অর্থ সুবিধা দেয়। গত সেপ্টেম্বরে পাকিস্তান সফর করা বিশ্ব একাদশকেও বাড়তি অর্থ দিয়েছে দেশটির বোর্ড। গত বছর পাকিস্তান সফর করেছিল শ্রীলঙ্কা। তবে, লাহোরে খেলতে গিয়েছিল খর্ব শক্তির লঙ্কান দল।

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের ম্যাচ তিনটি হবে করাচিতে। আগামী ১, ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। বোর্ডের সঙ্গে বিরোধের জের ধরে কাইরন পোলার্ড, সুনিল নারাইন ও আন্দ্রে রাসেলকে সুযোগ দেওয়া হচ্ছে না এই সফরে। এই তিন ক্রিকেটারই বিশ্বকাপ বাছাই বাদ দিয়ে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) প্রাধান্য দিয়েছেন। এমনকি ড্যারেন স্যামিকেও দেখা যাবে না আসন্ন সফরে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন