বিজ্ঞাপন

ফেরদৌস হাসানের ‘স্বরে অ’

February 21, 2021 | 7:01 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘স্বরে অ’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- ইমন, সুমাইয়া শিমু, দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, শাজাহান আলী সাজু, এমিলা, রীনা রহমান, সিদ্দিক মাস্টার প্রমূখ।

বিজ্ঞাপন

‘স্বরে অ’ নাটকের গল্পে দেখা যায়, সাজু শিক্ষকতা করতেন। অবসরে যাওয়ার পর যে টাকা পেয়েছেন সেই টাকা দান করেছেন লাইব্রেরির বই কিনতে। আশাভঙ্গ তার মেয়ে পাখির স্বামী বউকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। পাখিই হয়ে উঠে একুশ শতকের হৈমন্তী।

এদিকে চরম মানসিক আঘাত পেয়ে বাকরুদ্ধ হয়ে যান সাজু। তার এক সময়ের ছাত্র মামুন, তাকে নিয়ে যান দেশের নামকরা চিকিৎসক হাসানকে দেখাতে। মামুন নিজেও একজন চিকিৎসক। হাসানের মেয়ে ঋষা ক্যান্সার নিয়ে গবেষণা করে আমেরিকায়। দেশে বেড়াতে এসেছে। সেখানে আলাপ হয় দু’জনের। ব্যাপক বৈপরীত্য দু’জনের মধ্যে। মামুন ডাক্তারি পড়ে এখন মফস্বলের মানুষদের চিকিৎসা সেবারত। ঋষা আমেরিকায় পড়া শেষ করে সেখানেই স্থায়ী হতে চায়। একুশ শতকের প্রেক্ষিতে দেশের জন্য ভাষার জন্য তাদের কী মমত্ববোধ থাকতে পারে?

বিজ্ঞাপন

বিশেষ নাটক ‘স্বরে অ’ প্রচারিত হবে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

Tags: , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন