বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের রিয়াজ উদ্দিনের রায় যে কোন দিন

March 21, 2018 | 12:03 pm

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের রায় যে কোন দিন দেওয়া হবে মর্মে সিএভি রেখেছে ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বুধবার (২১ মার্চ) ট্রাইব্যবালের চেয়ারম্যান বিচারপতি শাহিনর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সিএভি করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর ছিলেন ঋষিকেশ সাহা আর আসামী পক্ষে ছিলেন সৈয়দ মিজানুর রহমান।
২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলার পাঁচটি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এরপর স্বাক্ষীদের জবানবন্দি জেরা ও যুক্তি উপস্থাপনের মধ্যে দিয়ে বুধবার মামলাটি শেষ হয়।

এ মামলায় প্রথম দিকে তিনজন আসামী ছিল।এর মধ্যে আসামি আমজাদ আলী গ্রেপ্তারের পর মারা যাওয়ায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। অভিযোগ গঠনের আগে পলাতক আসামী ওয়াজ উদ্দিন মারা যায় পরে তাকেও অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। একমাত্র আসামি রিয়াজ উদ্দিন গ্রেপ্তার কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের পাঁচ ঘটনায় রিয়াজ ও ওয়াজ ঘটনার জন্য দায়ী করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করেন।

সারাবাংলা/ এজেডকে/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন