বিজ্ঞাপন

চট্টগ্রামে ডুবে যাওয়া নৌযান থেকে শ্রমিকের লাশ উদ্ধার

March 3, 2021 | 6:54 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শিকলবাহা খালে নৌযান ডুবে নিখোঁজ দুই শ্রমিকের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ মার্চ) সকালে ডুবে যাওয়া নৌযানটির ভেতরে তল্লাশি করে একজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের লিডার বিপ্লব কুমার নাথ।

মৃত অবস্থায় উদ্ধার আবুল কালামের (৫০) বাড়ি নোয়াখালী জেলায়। তার সঙ্গে নিখোঁজ আরেক শ্রমিক সিলেটের রহমত আলীর (২৮) লাশ এখন পাওয়া যায়নি।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত শিকলবাহা খালে মঙ্গলবার ভোরে কালারপোল সেতুর সঙ্গে ধাক্কা লেগে ৭০০ মেট্রিক টন পাথর বোঝাই একটি নৌযান (বাল্কহেড) ডুবে যায়। নগরীর মাঝিরঘাট থেকে পাথর নিয়ে সেটি যাচ্ছিল আনোয়ারা উপজেলার মুরারি-শিকলবাহা খালের ওপর নির্মাণাধীন কালীগঞ্জ ব্রিজ প্রকল্পে।

বিজ্ঞাপন

ওই নৌযানে মোট ২৯ জন ছিলেন। এদের মধ্যে ২৪ জন শ্রমিক ও ৫ জন কর্মচারী। তাদের মধ্যে দুই শ্রমিক নিখোঁজ ছিলেন।

বিপ্লব কুমার নাথ সারাবাংলাকে বলেন, ‘সকালে ভাটার মধ্যে ডুবুরি টিম নৌযানের ভেতরে তল্লাশি করে একজনের লাশ উদ্ধার করে। নৌযানটিতে আরেকজনের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে উনাকে ভাসিয়ে নিয়ে গেছে। আপাতত তল্লাশি অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন