বিজ্ঞাপন

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা নিয়ে আশাবাদী রোনালডো

March 21, 2018 | 4:17 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবার আগে বাছাইপর্ব থেকে রাশিয়ার টিকিট কাটে। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা এবং সার্বিয়া। ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

বর্তমান্ চ্যাম্পিয়ন জার্মানি আর বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপে মাঠে নামার আগে ১০ জুন নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে হলুদ জার্সিধারীরা। সেই ম্যাচে কোচ তিতের শিষ্যদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

ব্রাজিলের কিংবদন্তি রোনালডো জানালেন নিজেদের শক্তিমত্তা। নিজেদের ফেভারিটের তালিকায় না রাখলেও এবার ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ঘরে ফিরবে বলে আশাবাদী রোনালডো, ‘জুনের ফুটবল মহাযজ্ঞে আমরা ফেভারিট নই, তবে তাতে শিরোপা থেকে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। ১৬ বছরের বিশ্ব শিরোপার আক্ষেপ এবার ঘুঁচতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান আরও জানান, ‘বর্তমান স্কোয়াড নিয়ে আমি সত্যিই আশাবাদী। গত দুই বছরে এই দলটি অনেক উন্নতি করেছে, নিজেদের পাল্টে নিয়েছে। নতুন কোচ তিতের অধীনে দুর্দান্ত একটি স্কোয়াড পেয়েছি। দলে হাল্ক, অস্কার, রেনাতো অগাস্টোরা দারুণ কিছু করার জন্য তৈরি। আমি এই দলটা নিয়ে যতটা না আত্মবিশ্বাসী, তারচেয়ে বেশি আশাবাদী।’

জাতীয় দলে রোনালডো তার উত্তরসূরিদের নিয়ে আরও যোগ করেন, ‘এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় আছে স্পেন, ফ্রান্স, জার্মানি। তারা দারুণ এক একটি দল নিয়ে খেলবে। দেখা যাক। আমরা সেই তালিকায় না থাকলেও আমি আশা করছি ব্রাজিল বিশ্বকাপ জিতে ঘরে ফিরবে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন