বিজ্ঞাপন

বোনের সামনে ভাইকে গুলি, বিজিবি’র দাবি চোরাকারবারি

March 6, 2021 | 10:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: জেলার সদর উপজেলার বনগাঁও সীমান্ত এলাকায় বোনের সামনে গুলি করে ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বিজিবি’র বিরুদ্ধে। শনিবার (৬ মার্চ) সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত এলাকার ১২১৫নং আন্তর্জাতিক পিলারের পূর্বদিকে সাংবাদিক টিলা এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিজিবি বলছে, আত্মরক্ষার্থে চোরাকারবারিদের ওপর গুলি করা হয়েছিল। কারও মৃত্যুর বিষয় তাদের জানা নেই।

বিজ্ঞাপন

নিহত কামাল হোসেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। কামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন।

নিহত কামাল হোসেনের ছোট বোন আমেনা বেগম বলেন, ‘আমার ভাই কোন চোরাকারবারি ছিলো না। আমার ভাই আমাকে বাঁচাতে সেখানে গিয়েছিল। আর বিজিবি আমার চোখের সামনে তাকে অন্যায়ভাবে গুলি করে মেরে ফেললো।’

আমেনা বেগম আরও বলেন, ‘আমি আমার পালিত গুরুকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর বিজিবি এসে আমার গরুকে আটক করে ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকে। এসময় সেখানে বড় ভাই কামাল হোসেন আসেন। একপর্যায়ে কামাল হোসেন গরু নিতে বাধা দিলে বিজিবি তাকে গুলি করে। আমার ভাই মাটিতে পরে গেলেও বিজিবি আমার ভাইকে ধরতে দেয়নি। তারা আধা ঘণ্টা আমার ভাইকে মাটিতে ফেলে রেখেছে, পরে স্থানীয়রা সবাই গিয়ে আমার ভাইকে সেখান থেকে উদ্ধার করেন।’

বিজ্ঞাপন

তাকে দুপুর দু’টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানাস্তর করেন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কামাল হোসেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, ‘শনিবার বিকালে বনগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৫-৩০টি গরু এনেছিল স্থানীয় চোরাকারবারিরা। বিজিবি গরুগুলো আটক করা চেষ্টা করলে চোরাকারবারিদের সঙ্গে ইসলামপুর গ্রামের কিছু লোক দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় একজন ল্যান্স নায়েক আহত হয়েছেন। তখন আত্মরক্ষার্থে গুলি করলে কামাল নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হয় বলে জানতে পেরেছি। সে মারা গেছে কিনা, সেটি আমাদের জানা নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন