বিজ্ঞাপন

নাইজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হচ্ছেন শামীম আহসান

March 21, 2018 | 8:06 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: নাইজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে মো. শামীম আহসান, এনডিসিকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. শামীম আহসান, এনডিসি সিভিল সার্ভিসের ১১তম ব্যাচের সদস্য। তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের কনসাল জেনারেলের দায়িত্বে আছেন।

দীর্ঘ কর্মজীবনে মো. শামীম আহসান ওয়াসিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা এবং কুয়েতের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক একাধিক সমাবেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

বিজ্ঞাপন

মো. শামীম আহসান শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রি নেন। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি নিরাপত্তা কৌশল এবং উন্নয়ন বিষয়েও কোর্স করেছেন। এ ছাড়া তিনি ১৯৯৭ সালে কুয়েত থেকে আরবি ভাষা বিষয়েও শিক্ষা নেন।

সারাবাংলা/জেআইএল/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন