বিজ্ঞাপন

ফতুল্লায় একই পরিবারের ৬ জন দগ্ধ: আরেক শিশুর মৃত্যু

March 11, 2021 | 2:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন অগ্নিদগ্ধের ঘটনায় মাহফুজুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মারা যায় শিশু মাহফুজ। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ছয়তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। ওই রাতেই তাদেরকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে মিশাল (২৮) নামে এক তরুণ গতকাল মারা যান।

এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন মিশালের স্ত্রী মিতা (২৪), তাদের মেয়ে আফসানা (৪), ছেলে মিনহাজ (১৮ মাস) ও মিশালের শ্যালক সাব্বির (১৬)।

বিজ্ঞাপন

ডা. পার্থ শংকর পাল আরও জানান, মিশালের শরীরে ৯০ শতাংশ, মিতার ১৪, আফসানার ১০, মিনহাজের ৫০, মাহফুজুল ইসলামের ৮০ ও সাব্বিরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর। তবে আইসিইউতে থাকা তিনজনের অবস্থা সঙ্কটাপন্ন।

সারাবাংলা/এসএসআর/এএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন