বিজ্ঞাপন

ফুলে ফুলে ভরেছে প্রধানমন্ত্রীর হাত

March 22, 2018 | 11:44 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : কৃষক মধুসুদন, রিক্সাচালক আবদুর রাজ্জাক, তৈরি পোশাক শ্রমিক মোর্শেদা এসেছিলেন হাতে ফুল নিয়ে। শিশু হাসিব, আবুল কাশেম মাহিন এসেছিলো, এসেছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী ভাষ্কর ভট্টাচার্য, শারিরীক প্রতিবন্ধী আনিকা, বুদ্ধি প্রতিবন্ধী সুমাইয়া, গনিত অলিম্পিয়াডে সেরা মেধাবী তামান্না, আনজিররা এসেছিলো, আরও এসেছিলেন মাশরাফি, সাকিব, মারিয়া মান্ডারা। এদের সকলের হাতে ফুল। নানা বর্নের নানা ফুলে ফুলে ভরে যাচ্ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানাতেই এসেছিলেন এই মানুষগুলো।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

তাতে ছিলো গোটা দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব।

কেবলই কী দেশের। বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সংস্থার কর্তা ব্যক্তিরা ভিডিও বার্তায় শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে।  শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশের আরও সম্মৃদ্ধি কামনা করে ভিডিও বার্তা পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রধান, ইউএসএইডের প্রধান, জাইকার প্রধানসহ অনেকে।

মন্ত্রিসভার পক্ষ থেকে শেখ হাসিনার হাতে ফুল তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রওশন এরশাদ। ১৪ দলের পক্ষে ফুল দেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ও মোহাম্মদ নাসের এমপি।

সরকারী কর্মকর্তাদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজীবুর রহমান ও  এসডিজি বাস্তবায়ন কর্মসূচির মূল সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ফুল হাতে এসেছিলেন তিন বাহিনীর প্রধানরা। সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান মার্শাল আউ এসরার প্রধানমন্ত্রীর হাতে ফুল তুলে দেন।

পুলিশ বাহিনীর পক্ষে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের পক্ষে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন মাহবুব উদ্দিন, নাসিরউদ্দিন ইউসুফ, আশালতা বৈদ্যসহ অন্যরা।

আইনজীবীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

শিক্ষাবিদদের পক্ষে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষে শুভেচ্ছা জানান এফবিসিসিআইয়ের সভাপতি শফিকুল ইসলাম, উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

পেশাজীবী সংগঠনের পক্ষে শুভেচ্ছা জানান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ প্রতিনিধিরা।

কবি ও সাহিত্যিকদের পক্ষে শুভেচ্ছা জানান বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, শিশু একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

খেলোয়াড়দের পক্ষে প্রধানমন্ত্রীর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, জাতীয় মহিলা দলের ফুটবলার মারিয়া আক্তার।

সাংবাদিক সমাজের পক্ষে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ অন্যরা।

শ্রমজীবী মানুষের পক্ষে শুভেচ্ছা জানান, মোরশেদ, মধুসূদন সরকার ও রিকশাচালক আ. রাজ্জাক।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন