বিজ্ঞাপন

সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ১

March 30, 2021 | 9:12 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে অনন্ত (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। আহত হয়েছে মো. সাজু (১৬) নামের আরেক কিশোর।

বিজ্ঞাপন

সোমবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে সূত্রাপুর ফরাশগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সারে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক অনন্তকে মৃত ঘোষণা করেন।

তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সারোয়ার হোসেন জানায়, তারা ৮-১০ জন বন্ধু মিলে রাত নয়টা থেকে ফরাজগঞ্জ ঘাটে আড্ডা দিচ্ছিলো। এরপর রাত ১১টার দিকে তারা সেখান থেকে বাসায় ফেরার সময় স্থানীয় ফেরদৌস, আল আমিন, সাব্বির সহ ৯-১০ জন মিলে অনন্ত ও সাজুকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা অনন্ত ও সাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদেরকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অনন্তকে মৃত ঘোষণা করেন।

নিহত অনন্তর বিস্তারিত কিছু জানাতে পারেনি সরোয়ার। ঘাতকদের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্বও ছিল না বলে দাবি করে সে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অনন্তর লাশ মর্গে রাখা হয়েছে। তার পেটে একটি ছুরিকাঘাত রয়েছে। আর সাজুর পিঠে একটি ছুরিকাঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অনন্তর বন্ধু সারোয়ার সহ আরও একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন