বিজ্ঞাপন

রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

March 23, 2018 | 3:38 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তাই চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে রাশিয়া বিশ্বকাপে জায়গা পাওয়া দলগুলো। রাশিয়ার টিকিট নিশ্চিত করা দলগুলো মেগা ইভেন্টে নামার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। শুক্রবার (আজ) রাতে ব্রাজিল, আর্জেন্টিনা, রাশিয়া, জার্মানি, স্পেন, ইতালি, ফ্রান্স ও কলম্বিয়ার মতো জায়ান্ট দলগুলো নিজেদের ঝালিয়ে নিতে ভিন্ন ভিন্ন প্রীতি ম্যাচে নামবে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির পর্ব শুরু হচ্ছে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১০টায় রাশিয়ানদের মুখোমুখি হবে নেইমার বিহীন ব্রাজিল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

রাত ১টা ৪৫ মিনিটে আরেক প্রীতি ম্যাচে নামছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। দুইবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান।

বিজ্ঞাপন

একই সময় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

এছাড়াও আরেকটি প্রীতি ম্যাচে ফ্রান্স ও কলম্বিয়া মুখোমুখি হবে রাত ২টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি।

প্রীতি ম্যাচে আরো কয়েকটি দল আজ মাঠে নামছে আজ। বিকেল ৫টা ৩৫ মিনিটে চেক প্রজাতন্ত্র নামছে উরুগুয়ের বিপক্ষে। রাত ১টায় পর্তুগালের মুখোমুখি হবে মিশর। সার্বিয়া বনাম মরক্কো খেলা শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে। একই সময়ে পেরুর বিপক্ষে মাঠে নামছে ক্রোয়েশিয়া। রাত ১টা ৪৫ মিনিটে নেদারল্যান্ডস খেলবে ইংল্যান্ডের বিপক্ষে এবং আইসল্যান্ডের বিপক্ষে মেক্সিকো খেলবে রাত ৩টায়।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের এবারের পর্দা উঠবে ১৪ জুন। তবে বাছাইপর্ব থেকে ছিটকে পড়ে বিশ্বকাপে খেলতে পারবে না নেদারল্যান্ডস এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

 

সারাবাংলা/ এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন