বিজ্ঞাপন

খালেদাকে সরকার নয় আদালত জেলে পাঠিয়েছে: ডেপুটি স্পিকার

March 23, 2018 | 6:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সাভার: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, খালেদা জিয়াকে সরকার নয় আদালত কারাগারে পাঠিয়েছে। সরকার চায় তিনি কারাগার থেকে বের হয়ে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করুক।

শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম পূণর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, বিগত পাঁচ জানুয়ারির মত বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তা হলে তাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না।

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ি এ বছরের শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনে কে আসলো আর কে আসলো না তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। নির্বাচন সঠিক সময়ে হবে। এ নির্বাচন বানচাল করার মত কোনও ক্ষমতা বিএনপির নাই বলেও এসময় মন্তব্য করেন তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির আহবায়ক শহিদ হাসান সৈকতসহ আরও অনেকে।

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন