বিজ্ঞাপন

‘স্বাস্থ্যসেবার সংকট কেটেছে, এ বছর হাহাকার হবে না’

April 8, 2021 | 7:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গতবছরের মতো পরিস্থিতি এবার তৈরি হবে না বলে আশা করছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের তাগিদ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে আরও ৮টি আইসিইউ শয্যার উদ্বোধন অনুষ্ঠানে উপমন্ত্রী এ সব কথা বলেছেন। এর আগে, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। পরে তিনি করোনায় চট্টগ্রামের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘করোনা শুরুর আগে যেখানে এই হাসপাতালে একটি আইসিইউ শয্যাও ছিল না, সেখানে আজ উদ্বোধন হওয়া ৮টি সহ মোট ১৮ টি আইসিইউ শয্যা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। কোন কিছু না থাকা থেকে এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ একটি বিশেষায়িত কভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একবছর আগে স্বাস্থ্যসেবার যে সংকট ছিল তা অনেকটা কেটে গেছে। এখন সকল বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি নিচ্ছে। করোনার শুরুর দিকে তেমন কোন ধারণা না থাকলেও বর্তমানে আমাদের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলেই করোনা ভাইরাসের চিকিৎসার বিষয়ে বেশ অভিজ্ঞ। কিন্তু করোনা থেকে নিরাপদে থাকতে স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহারে কোনো বিকল্প নেই।’

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেডিসিন বিভাগের প্রধান ডা. আব্দুর রব মাসুম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদুৎ বড়ুয়া, আইসিইউ ইনচার্জ ডা. রাজদীপ বিশ্বাস, চসিকের কাউন্সিলর জহরলাল হাজারী ও রুমকি সেনগুপ্ত।

এর আগে দুপুর ১টার দিকে উপমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে একাডেমিক ভবনে সর্বসাধারণের জন্য স্থাপিত বুথে তিনি করোনার দ্বিতীয় ডোজ নেন।

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘করোনার সেকেন্ড ডোজ আজ সারা বাংলাদেশে শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পৃথিবীর অনেকে দেশে এখনও করোনার ভ্যাকসিন দেওয়া শুরুই হয়নি। কিন্তু আমাদের সেকেন্ড ডোজ চলছে। আমি অনুরোধ করব, যারা ফার্স্ট ডোজ দিয়েছেন তারা সবাই যেন সময়মতো সেকেন্ড ডোজও দেন। আমাদের পর্যাপ্ত টিকা আছে।’

করোনার চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে উপমন্ত্রী বলেন, ‘গত বছর চট্টগ্রামসহ সারা বাংলাদেশে যে পরিস্থিতিটা ছিল, বর্তমানে এ ধরনের পরিস্থিতি নেই। তখন একটা আতঙ্ক এবং শঙ্কার কারণে বেসরকারি হাসপাতালে ডাক্তাররা ছিলেন না। স্বাস্থ্যকর্মীরাও ছিলেন না। এজন্য একটা চাপ সৃষ্টি হয়েছিল। এ বছর যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করছি কোনো সমস্যা হবে না।’

বেসরকারি হাসপাতাল মালিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনারা সরকারের কাছ থেকে যেসব নির্দেশনা এসেছে, সেগুলো মেনে চলুন। তাহলে গত বছরের মতো হাহাকার পরিস্থিতি তৈরি হবে না। তবে এ বছর সে ধরনের পরিস্থিতি হবে না বলে আমরা মোটামুটি নিশ্চিত আছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন