বিজ্ঞাপন

আগামীতে কারো ক্ষমতায় যাবার সিড়ি হবো না : রওশন এরশাদ

March 24, 2018 | 2:27 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: জাতীয় পার্টি আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, এরশাদ শান্তিপূর্ণ ক্ষমতা ছাড়ার পর দেশ থেকে শান্তি উঠে গেছে। জনগন সেই শান্তি ফিরে পেতে চায়। আজকের সমাবেশ দেখে মনে হচ্ছে আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার হবো না। নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে ক্ষমতা যেতে পারবো। সেই শক্তি অর্জন করেছি আমরা।

বিজ্ঞাপন

তিনি বলেন,স্বাধীনতার পর দেশের সকল উন্নয়ন এরশাদ করেছেন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন থেকে শুরু করে উপজেলা পদ্ধতি ব্যবস্থা চালুসহ নানান পরিবর্তন এনে দিয়েছে জাতীয় পার্টি। এরশাদ ক্ষমতায় থাকাকালে দেশের জনগনকে শান্তি দিয়েছিল। বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেছে কিন্তু এরশাদ স্বাধীনতা পরবর্তী দেশটার উন্নয়ন করেছে।

বক্তব্যের শুরুতেই বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, এটা মার্চ মাস হওয়ায় সকল শহীদ এবং বঙ্গবন্ধুকে স্মরণ করছি। মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার জন্য পাশের বন্ধু দেশ ভারতের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি।

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন