বিজ্ঞাপন

‘লকডাউনে’র আগের দিন পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

April 13, 2021 | 3:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামীকাল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে ‘সর্বাত্মক লকডাউন’। সে হিসাবে আজ ছিলো পুঁজিবাজাবের শেষ কার্যদিবস। লকডাউনের আতঙ্ক কাটিয়ে টানা দ্বিতীয় দিনের মতো সূচকের বড় উথান হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক বেড়েছে ১৮৬ পয়েন্ট।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৭টি কোম্পানির ১৪ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৪৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫১১ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা।

বিজ্ঞাপন

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে উন্নীত হয়।এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৮ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১৪ কোম্পানির ৬৪ লাখ ৮৪ হাজার ৮০৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।

লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৯৪ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

এদিন সিএসইতে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।

সারাবাংলা/জিএস/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন