বিজ্ঞাপন

নেইমার না থাকলে বিশ্বকাপ জিতবে না ব্রাজিল

March 24, 2018 | 3:24 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অলিম্পিক স্বর্ণ জয়ী উসাইন বোল্টের মতে, নেইমার না থাকলে বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল। চোটের কারণে আপাতত মাঠে নামা হচ্ছে না ব্রাজিল তারকার। তবে, বিশ্বকাপের মূল পর্বে নামার আগেই অনুশীলনে ফিরবেন বলে মনে করা হচ্ছে।

৩১ বছর বয়সী সাবেক স্প্রিন্টার বোল্ট জানিয়েছেন, ‘বিশ্বকাপে নেইমারের না থাকাটা ব্রাজিলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। সে অনেক উঁচু মানের খেলোয়াড়। বলা যায় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ দলে সে যদি ফিরতে না পারে, তাহলে ব্রাজিলের বিশ্বকাপ জেতা সম্ভব নয়।’

৮ বারের অলিম্পিক স্বর্ণ জয়ী বোল্টের চোখে ফেভারিট আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়া-হিগুয়েইন-আগুয়েরোদের সমর্থক বোল্ট আরও জানান, ‘আমি রাশিয়া বিশ্বকাপে এবার বেশ কিছু ম্যাচ দেখতে চাই। আমি আর্জেন্টিনার ভক্ত, তাদেরই আমি সমর্থন করি। আমি অবশ্যই তাদের খেলা দেখব।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনাকে ফেভারিট বলে মন্তব্য করলেও বোল্টের কাছে শিরোপা জেতার দাবীদার আরও তিনটি দল, ‘আমি মনে করি জার্মানিও শিরোপা প্রার্থী। তাছাড়া নেইমার ফিরলে ব্রাজিলের সুযোগ আছে। ফ্রান্স ভালো দল। আমার চোখে তারাই শীর্ষ চার দল।’

এদিকে, নেইমারকে ছাড়াই বিশ্বকাপের আগে আয়োজক দেশ রাশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে নেমেছিল ব্রাজিল। সে ম্যাচে মিরান্ডা, কুতিনহো, দানি আলভেজ, উইলিয়ান, পাউলিনহোদের ব্রাজিল ৩-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক রাশিয়ানদের।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন