বিজ্ঞাপন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল

April 22, 2021 | 10:50 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: গত ২৪ ঘণ্টায় আরও ২৭৮ জন রোগী শনাক্তের পর চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গতকাল বুধবার (২১ এপ্রিল) ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে শহরের ২২৩ জন ও উপজেলার ৫৫ জন। এছাড়া মারা যাওয়া তিনজন শহরের বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৮০ জন মারা গেছেন। এদের মধ্যে ৩৫৮ জন শহরের এবং ১২২ জন বিভিন্ন উপজেলার।

বিজ্ঞাপন

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৩৯ জন। এর মধ্যে শহরের ৩৮ হাজার ৬৪৭ জন এবং উপজেলার ৯ হাজার ৪৯২ জন।

সারাবাংলা/আরডি/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন