বিজ্ঞাপন

খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদন

March 25, 2018 | 11:31 am

।।স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নিম্ন আদালতের দেওয়া সাজা পর্যাপ্ত নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে আবেদন  করেছেন দুর্নীতি দমন কমিশন।

রোববার (২৫ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

খুরশিদ আলম খান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে নিম্ন আলতের দেওয়া সাজা পর্যাপ্ত হয়নি। এ কারণে হাইকোর্টে তার সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করেছি।

বিজ্ঞাপন

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানজে ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। এরপর খালেদা জিয়া ওই সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন। একই সঙ্গে জামিনের আবেদন জানান।

হাইকোর্ট তাকে চার মাসের জামিন দিলেও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। যদিও হাইকোর্টের দেওয়া জামিন আপিলে স্থগিত রয়েছে।

সারাবাংলা/এজেডকে/জেডএফ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন