বিজ্ঞাপন

২০ বলে সেঞ্চুরি!

March 25, 2018 | 11:55 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

২০ বলে সেঞ্চুরি! ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ রেকর্ড। আর এই সেঞ্চুরির মালিক ভারতের ঋদ্ধিমান সাহা। ভারতীয় ক্লাব মোহনবাগানের হয়ে চার ছক্কার ঝড়ো ইনিংস খেলে ক্রিকেটের নতুন রেকর্ড গড়লেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

৩৩ বছর বয়সী ভারতীয় টেস্ট দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবারের আসরে তাকে নিতে হায়দ্রাবাদের খরচ হচ্ছে ৫ কোটি রূপি।

আইপিএল মৌসুম শুরুর আগে তাই ঝলক দেখিয়ে রাখলেন ঋদ্ধমান। ১৪ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ১০২ রানের ঝড়ো এই ইনিংস খেলতে তার খরচ হয়েছে মাত্র ২০ বল।

বিজ্ঞাপন

শনিবার ভারতের স্থানীয় এক প্রতিযোগিতায় শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বিএনআর রিক্রিয়েশন ক্লাব। পরে ব্যাট করতে নেমে ঋদ্ধিমানের ব্যাটে মাত্র ৭ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয় পেয়ে যায় তার দল মোহনবাগান।

এই ম্যাচে ব্যাট হাতে ঋদ্ধিমানের স্ট্রাইক রেট ছিল ৫১০। তার সঙ্গে উইকেটে ছিলেন শুভময় দাস নামের এক ব্যাটসম্যান। এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বলের দ্রুততম সেঞ্চুরির মালিক ঋদ্ধিমান।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন