বিজ্ঞাপন

স্মিথের অধিনায়কত্ব চায় না অস্ট্রেলিয়া সরকার!

March 25, 2018 | 2:20 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে তৃতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর ঘটনার সঙ্গে সপৃক্ত থাকায় অধিনায়ক স্মিথের অধিনায়কত্ব বাতিল করার কথা জানায় অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই ঘটনাকে ‘হতাশাজনক ঘটনা’ বলে মন্তব্য করেছেন।

অস্ট্রেলিয়া স্পোর্টস কমিশন (এএসসি) প্রধান জন উইলি, এএসসি বোর্ড এবং সিইও কেট পালমার সরকারের পক্ষ নিয়ে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায়। এক বিবৃতিতে উইলি জানান, ‘কোনো ধরনের প্রতারণার পক্ষে নেই এএসসি। দেশের হয়ে প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের কাছে এমন কিছু কখনোই আশা করে না এএসসি।’

ক্যামেরন ব্যানক্রফটের এই ঘটনা পুরোপুরি তদন্তের পর এর সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সরকারের দেয়া বক্তব্যের পরপরই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেন, বল বিকৃতির পুরো ঘটনা তদন্ত করবে বোর্ড এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কেউ না ঘটাতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

বল বিকৃতির ঘটনায় হতাশা প্রকাশ করেছেন মেলবোর্নে থাকা সাদারল্যান্ড, ‘সবকিছু মিলিয়ে আজকের দিনটা হতাশার, ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য দিনটা খুব দুঃখজনক। কেপটাউনে ক্রিকেটের আইন লঙ্ঘন করেছে খেলোয়াড়রা। ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় দুঃখজনক এক ব্যাপার এটা। কিন্তু, আরো বড় হতাশা সমর্থকদের জন্য।’

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়েও বললেন সাদারল্যান্ড, ‘আমাদের দায়িত্ব হচ্ছে এ ধরনের বিষয় যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক করা। এই ঘটনার মূল কারণ কি, সেটা নিয়ে আগামী কয়েকদিন বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে চলতি টেস্টের তৃতীয় দিন শেষে ২৯৪ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে চা বিরতির আগে বল বিকৃতির ঘটনা ঘটান ব্যানক্রফট। হাতের তালুতে বল ঘষতে থাকেন অজিদের তরুণ এই ব্যাটসম্যান। টিভি ক্যামেরায় দেখা যায় হাতের তালুর ভিতর থেকে হলুদ রংয়ের কিছু একটা ট্রাউজার্সে লুকাচ্ছেন ব্যানক্রফট। এরপর টিভি আম্পায়ারের সতর্কবার্তার পর খেলা বন্ধ রেখে আলোচনা করেন মাঠের দুই আম্পায়ারের সঙ্গে। পরে স্মিথ ও ব্যানক্রফটকে ডেকে আনেন মাঠে থাকা দুই আম্পায়ার। ব্যানক্রফট সে সময় পকেটে থাকা কালো রঙের রুমাল দেখান। পরে বল পরিবর্তন না করেই আম্পায়াররা খেলা চালিয়ে নেন।

বিজ্ঞাপন

সাংবাদ সম্মেলনে ব্যানক্রফট সহ অভিযোগ স্বীকার করেছিলেন অধিনায়ক স্মিথ। সংবাদ সম্মেলনে ব্যানক্রফ্ট বলেন, বল বিকৃত করার জন্য তার পকেটে থাকা হলুদ টেপ (শিরীষ কাগজ) দিয়ে বল ঘষেছিলেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এমন অভিযোগের কারণে যে পুরো ক্যারিয়ারে ভুগতে হবে সেটাও বললেন অজি এই ব্যাটসম্যান। তার বিরুদ্ধে আইসিসি লেভেল দুইয়ে অভিযোগ আনা হয়েছে। যার কারণে ম্যাচ ফি’র ৫০ থেকে ১০০ ভাগ জরিমানা ছাড়াও পরের টেস্টের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বল বিকৃতির পুরো ভিডিও:

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন