বিজ্ঞাপন

বরিশালে দোকানপাট-শপিংমলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

April 27, 2021 | 4:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: ‘লকডাউনে’ বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের যাত্রীবাহী লঞ্চ-বাস চলাচল বন্ধ ছাড়া প্রায় সবকিছুই স্বাভাবিক। সরকারি নির্দেশনায় রোববার (২৫ এপ্রিল) ১০টার দিকে দোকানপাঠ-শপিংমল খুলেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দোকানগুলোতে অনেক ভিড় ছিল।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) নগরীর চক বাজার, সদর রোড, কাঠপট্টিসহ বিভিন্ন এলাকার দোকানে স্বাস্থ্যবিধি রক্ষার তেমন কোনো চেষ্টা দেখা যায়নি। শারীরিক দূরত্ব বজায় না রেখেই ক্রেতা-বিক্রেতাদের কেনাবেচা করতে দেখা গেছে। এ ব্যাপারে প্রশাসনের নজরদারিও ছিল তুলনামূলক কম। তবে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে চলার দাবি করেছেন।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা বলেন, দোকানপাটে নজরদারি চলছে। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন