বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে এক ভেন্যুতে সিপিএল

April 27, 2021 | 10:44 pm

স্পোর্টস ডেস্ক

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগ মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কোভিড-১৯ এর কারণে গত বছরের মতো এবারও টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একটি ভেন্যুতে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ এপ্রিল) আগামী আসরের ভেন্যুর নাম প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন সিপিএল হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।

আগের মতো এবারও দল থাকছে ছয়টি। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২৮ আগস্ট। গত বছর সিপিএলের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ত্রিনিদাত অ্যান্ড টোবাগোতে।

২০১৩ সালে থেকে শুরু হয় সিপিএল। তারপর মাঠে গড়িয়েছেন আটটি আসর। এই আট আসরে চারবারই শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও এই দলটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন