বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় মমতা: বুথফেরত জরিপ

April 30, 2021 | 1:44 pm

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে প্রকাশিত হয়েছে একাধিক বুথফেরত জরিপ, যার বেশিরভাগই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২৯৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করেছে: তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি (সিপিআইএম), ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ), ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসসহ (আইএনসি) আরও কিছু স্থানীয় রাজনৈতিক দল। যদিও মূল লড়াই ধরা হচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এবং রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে।

এদিকে, পি-মার্কসের বুথফেরত জরিপের ইঙ্গিত, তৃণমূল পেতে পারে ১৫২-১৭২ আসন। আর বিজেপি পেতে পারে ১১২-১৩২ আসন। বাম জোট পেতে পারে ১০-২০ আসন।

সিএনএন নিউজ-১৮ এর সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১৬২ আসন। আর বিজেপি পেতে পারে ১১৫ আসন। বাম জোট পেতে পারে ১৫ আসন।

বিজ্ঞাপন

কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এনটিডিভির জরিপ অনুসারে, তৃণমূল পেতে পারে ১৬৪-১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫-১১৫। অন্যরা পেতে পারে ১-১৫টি আসন।

তবে জন কি বাতের বুথ ফেরত জরিপে এগিয়ে আছে বিজেপি। তারা বলছে, তৃণমূল পেতে পারে ১০৪-১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২-১৮৫ আসন। বাম জোট পেতে পারে ৩-৯ আসন।

এবিপি-সিএনএক্সের বুথফেরত জরিপও তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। এ সমীক্ষায় দেখা যাচ্ছে, রাজ্যে ১৫৭-১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল। বিজেপি পেতে পারে ৯৬-১২৫ আসন। বাম জোট পেতে পারে ৮-১৬ আসন।

বিজ্ঞাপন

টাইমস নাওয়ের জরিপে তৃণমূলের জয়ের ইঙ্গিত মিলেছে। ক্ষমতাসীন দলটি পেতে পারে ১৫৮ আসন, বিজেপি পেতে পারে ১১৫ আসন আর বাম জোট পেতে পারে ১৯ আসন।

রিপাবলিকের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। তারা বলছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮ আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮ আসন। অন্যরা পেতে পারে ৬-৯ আসন।

এবিপি-সি ভোটারের বুথ ফেরত জরিপও বলছে, রাজ্যে সরকার গঠন করতে চলেছে তৃণমূল। তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ।

২ মে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগপর্যন্ত সবাইকে অপেক্ষা করে থাকতে হচ্ছে। সেদিনই জানা যাবে কারা আসছে পশ্চিমবঙ্গের ক্ষমতায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন