বিজ্ঞাপন

অন্তত ৬০-৭০ ভাগ দিতে চান মিরাজ

March 25, 2018 | 5:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ে সামনে থেকে পথ দেখিয়েছেন মুশফিকুর রহিম। পরের জয়টা এসেছে মাহমুদউল্লাহর অবিশ্বাস্য এক ইনিংসে। ভারতের সঙ্গে ওই অনন্ত আক্ষেপে বাংলাদেশের শীর্ষ পাঁচের কেউই অবশ্য খুব বড় অবদান রাখেননি। ব্যাটিংয়ে সাব্বির রহমানের পর বল হাতে মোস্তাফিজরা ম্যাচটা প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। দলের জুনিয়র ক্রিকেটারদের এই অবদান রাখতে পারাটাই প্রেরণা হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। আর মিরপুরের অনুশীলনে সেটাই মনে করিয়ে দিয়েছেন।

ফাইনালের ওই ম্যাচে ব্যাট হাতে দারুণ গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছিলেন মিরাজ। ৭ বলে তার ১৯ রানেই বাংলাদেশ পায় লড়াই করার পুঁজিও। দলের জন্য সামনেও এমন অবদান রাখতে চান মিরাজ।

মিরপুরে মিরাজ জানান, ‘আসলে সিনিয়ররা তো অবশ্যই তাদের দায়িত্বটা পালন করছে। পাশাপাশি আমরা জুনিয়ররা শতভাগ না হোক, ৬০ কিং ৭০ ভাগ অবদান রাখতে পারলে আমাদের জন্য ম্যাচ জেতা সহজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো আরও হার্ডওয়ার্ক করার। সিনিয়রদের আরও হেল্প করার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফি অনেক দিন ধরেই বটবৃক্ষের মতো আগলে রেখেছেন দলকে। মিরাজ ধীরে ধীরে সেই ছায়া থেকে বেরিয়ে নিজেরাই বড় কিছু হতে চান, ‘আমরা জুনিয়র যারা আছি, তারা অনেক ভাগ্যবান। আমাদের দলে বেশ কিছু সিনিয়র খেলোয়াড় আছে, যারা বর্তমানে বিশ্বক্রিকেটকে ডমিনেট করছে। আমরা জুনিয়ররা ভাগ্যবান, আমরা কাছ থেকে তাদেরকে দেখছি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। ভবিষ্যতে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেক হেল্প হবে।’

মিরাজ যোগ করেন, ‘একটা সময়তো জুনিয়র ক্রিকেটাররাও সিনিয়র হবে। তারা বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি এটা জুনিয়রদের জন্য দারুণ একটি সুযোগ। আমরা কতটা নিজেদের প্রস্তুত করছি, সেইসব দেখানোর সুযোগ।’

নিদাহাস ট্রফির আগে বাংলাদেশের হাতে শিরোপা অতি আশাবাদীরাও হয়তো দেখেননি। কিন্তু আরেকটু হলেই তা সত্যি হয়ে যাচ্ছিল। ফাইনালেও যে বাংলাদেশ উঠবে, সেটাই বা কজন ভেবেছিল? মিরাজ এই সিরিজটা দেখছেন টি-টোয়েন্টিতে উন্নতির একটা সোপান হিসেবে, ‘শেষ তিন-চার বছর ধরে আমাদের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। সবকিছুতো একসঙ্গে হবে না। কিছুটা সময় লাগবে। সবাই বলতো টি-টোয়েন্টিতে আমরা ভালো দল নই। নিদাহাস ট্রফিতে গিয়ে আমরা প্রমাণ করেছি, আমরা ভালো দল। টেস্ট নিয়েও আমাদের সমস্যা ছিল, সেখানেও আমরা নিজেদের প্রমাণ করেছি। আমার কাছে মনে হয়, আরও শক্ত প্রতিপক্ষ হতে আমাদের সময় লাগবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন