বিজ্ঞাপন

আল-আকসা মসজিদে পুলিশের হামলা, আহত ১৭০

May 8, 2021 | 3:33 pm

আন্তর্জাতিক ডেস্ক

মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের হামলায় আন্তত ১৭০ জন ফিলিস্তিন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন পুলিশও আহত হয়েছেন বলে জানা গেছে। আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে অন্য দিকে ছত্রভঙ্গ করতে গেলে এই ঘটনা ঘটে। খবর আলজাজিরা, বিবিসি।

বিজ্ঞাপন

পবিত্র রমজানের শেষে শুক্রবার (৭ মে) কয়েক হাজার ফিলিস্তিন আল-আকসা মসজিদে জুমার নামাজ পড়ে। এ সময় ইসরাইল কর্তৃক দখলকৃত জমি থেকে উচ্ছেদের প্রতিবাদ করেন অনেক ফিলিস্তিনি। এ সময় প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে ইসরাইলের পুলিশ এই হামলা চালায়।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, অধিকাংশই আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের রাবার বুলেটের আঘাতে আহত হয়। এ সময় ফিলিস্তিনিরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে।

এ সময় পুলিশকে মুসল্লিদের ওপর স্ট্রেন গ্রেনেড ছোঁড়া এবং যুবকদের শান্ত হওয়ার জন্য মাইকে আহ্বান জানায় আল-আকসা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে ইসরাইলের পুলিশ জানিয়েছে, শক্রবার সন্ধ্যায় নামাজের পর ‘কয়েক হাজার মুসল্লি সংঘর্ষ’ সৃষ্টি করায় ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক’ করতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়।

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন