বিজ্ঞাপন

পেশোয়ারকে হারিয়ে শিরোপা ইসলামাবাদের

March 26, 2018 | 12:26 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রোববার রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের ফাইনালে পেশোয়ার জালমিকে হারিয়ে শিরোপা জিতলো ইসলামাবাদ ইউনাইটেড। ইনজুরিতে পড়ে ফাইনালে খেলতে পারেননি বাংলাদেশের বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। তবে আরেকদিন করাচিতে গিয়েও একাদশে জায়গা পাননি সাব্বির রহমান। শেষমেশ, ৩ উইকেটে হেরে তাই শিরোপা হাতছাড়া হয়েছে পেশোয়ারের। পিএসএলের তিন আসরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ইসলামাবাদ।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নির্ধারিত ওভারে বড় সংগ্রহ আসেনি পেশোয়ারের। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে তামিম-সাব্বির ছাড়া খেলতে নামা পেশোয়ার। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বেশ ভালোভাবেই শুরুটা হয়েছিল ইসলামাবাদের। উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনকির সঙ্গে সাহিবজাদা ফারহান জুটি গড়েন ৯৬ রানের। ২৬ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন রনকি। দলীয় ৯৬ রানে রনকি আউট হলে ব্যাটিং বিপর্যয় নামে ইসলামাবাদের। দলীয় ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। এরপর অবশ্য আসিফ আলীর ৬ বলে ৩ ছক্কায় অপরাজিত ২৬ রানে শিরোপা নিশ্চিত করে জেপি ডুমিনির দল।

বিজ্ঞাপন

পেশোয়ারের হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও ক্রিস জর্ডান ২টি করে উইকেট পান। উমাইদ আসিফ পান ১টি উইকেট
এর আগে শুরুতে ব্যাট করতে নামা পেশোয়ারের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্রিস জর্ডান। লিয়াম ডসন ৩৩ এবং আন্দ্রে ফ্লেচার ২১ রান করেন।
ইসলামাবাদের স্পিনার শাদাব খান সর্বোচ্চ ৩ উইকেট পান। সামিত প্যাটেল এবং হুসেন তালাত ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন ইসলামাবাদের লুক রনকি।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন