বিজ্ঞাপন

নিজ ঘরে ঈদ উদযাপন করতে বললেন মেহজাবীন

May 14, 2021 | 3:50 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

করোনাভাইরাসের কারণে এবার দেশের অধিকাংশ মানুষ পরিবারের সঙ্গে ঈদ করতে পারছেন না। এরপরও অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আপনজনের কাছে গিয়েছেন। তারা ঈদের নামাজের পরে পরিবারের সঙ্গে ঘুরতে বেড়িয়েছেন। তবে সবাইকে এ সময়ে সতর্ক থাকতে বলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। বলেছেন, যতটা সম্ভব ঘরে ঈদ উদযাপন করতে।

বিজ্ঞাপন

নিজের ভেরিফাইড পেইজ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ লাক্স তারকা। তিনি বলেন, ‘সবাইকে ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবছর ঈদ আমরা ঘরবন্দি হয়ে কাটাচ্ছি। ঈদ উদযাপন আমরা অবশ্যই করব, আনন্দও করব, কিন্তু নিজ নিজ বাসায়।

তিনি আরও বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন। সবাইকে আবারও ঈদ মুবারক।’

এদিকে এবারের ঈদে মেহজাবীন অভিনীত মাত্র ৫টি নাটক প্রচারিত হবে— ‘ক্রেডিট শো’, ‘রাজা’, ‘মেরুন’, ‘রক্ত’ ও ‘নামকরণ’।

বিজ্ঞাপন

‘ক্রেডিট শো’-এ মেহজাবীনের বিপরীতে রয়েছেন তাহসান। পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটি দেখা যাবে ঈদের দিন (১৪ মে) রাত ১০টায় আরটিভিতে। একই সঙ্গে রাত ১১টায় আরটিভি ড্রামা নামক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রিমিয়ার হবে।

আফরান নিশো ‘রাজা’ নাটকে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন। মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (১৫ মে) ঈগল প্রিমিয়ার স্টেশনে দুপুর ৩টা থেকে।

নিশোর সঙ্গে তার আরেকটি নাটক ‘মেরুন’। এটিও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (১৫ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাংলাভিশনে। একইদিন রাত ৮টা ৫০ মিনিটে ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলেও নাটকটি দেখা যাবে।

বিজ্ঞাপন

হিমির পরিচালনায় এবারের ঈদে নিশো-মেহজাবীনের তৃতীয় নাটক ‘রক্ত’। এটি দেখা যাবে ঈদের পঞ্চম দিন (১৮ মে) দুপুর ৩টায় ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে।

নিশোর সঙ্গে এবারের ঈদে মেহজাবীনের চতুর্থ নাটক ‘নামকরণ’। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১৮ মে) রাত ১০টায় আরটিভিতে। একইদিন রাত ১১টায় নাটকটি আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন