বিজ্ঞাপন

আইপিএলেও অধিনায়কত্ব নেই স্মিথের

March 26, 2018 | 5:39 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বল টেম্পারিংয়ের দায়ে এরই মধ্যে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভেন স্মিথ। বল বিকৃতির কারণে পেয়েছেন নিষেধাজ্ঞা, সঙ্গে জরিমানাও। এবার হারাতে হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাজস্থান রয়্যালসেরও অধিনায়কত্বও। রাজস্থানের অধিনায়কত্বের নতুন দায়িত্ব এসেছে অজিঙ্কা রাহানের ওপর।

আইপিএলের ২০১৮ মৌসুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছিল স্মিথকেই। কিন্তু বল বিকৃতি অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের অধিনায়কত্ব হারানোর পর এবার রাজস্থান রয়্যালসেরও অধিনায়কত্বও হারালেন তিনি।

রাজস্থান রয়্যালসের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করেন দলটির সহ-মালিকানায় থাকা মনোজ বাদালে। সেখানে তিনি নতুন অধিনায়ক হিসেবে রাহানের নাম ও ছবি যোগ করেন।

বিজ্ঞাপন

মনোজ বাদালে তার টুইটে লেখেন, ‘এই খেলা একজন মানুষের চেয়ে অনেক বড় এবং আমরা এটা মনেপ্রাণে বিশ্বাস করি।’

 

বিজ্ঞাপন

রাজস্থান রয়্যালসের প্রধান কোচ জুবিন ভারুচা বলেন, ‘যেহেতু রাহানে অনেক আগে থেকেই আইপিএলে খেলছে, সেহেতু তাকেই এই মুহূর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। দলটির সংস্কৃতিও ওর ভালোভাবেই জানা আছে। অভিজ্ঞ একজন ক্রিকেটার রাহানে। অধিনায়কত্বের দায়িত্বটা ও ভালোভাবেই নেবে, এতে সন্দেহ নেই।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন