বিজ্ঞাপন

পেছালো গুলিস্তানে গুলি ছোড়া দুই ছাত্রলীগ নেতার তদন্ত প্রতিবেদন

December 12, 2017 | 5:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়ার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ অন্যান্য আসামিদের নামে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার প্রতিবেদন দাখিল করতে না পারায় সময় চেয়ে আবেদন করেন। আবেদন মঞ্জুর করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ নির্ধারণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার উদ্যোগ নিলে হকারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এক পর্যায়ে আসামি ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়।

বিজ্ঞাপন

গণমাধ্যমে ওই দৃশ্য প্রকাশিত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে দুজনকেই বহিষ্কার করা হয়।

সারাবাংলা/আই/টিএম/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন