বিজ্ঞাপন

চৈত্র দিনে এক পশলা বৃষ্টি

March 26, 2018 | 6:52 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : চৈত্রের খাঁ খাঁ রোদ এখনও আসেনি। তবুও বৃষ্টি কে না চায়। বৃষ্টি মানেই তো স্বস্তি। ধুলা-বালি থেকে মুক্ত থাকা যায়। বসন্তে গাছ গাছালিতে নতুন পল্লব আসলেও বৃষ্টির অভাবে কেমন যেন শুকনো শুকনো ভাব। ধূলায় কেমন যেন নষ্টের মতো দেখায়। একটু বৃষ্টি হলেই সবকিছু যেন সবুজ হয়ে ওঠার অপেক্ষায়। রাজধানীর আকাশে বেশ কয়েকদিন ধরেই মেঘ ঘুরঘুর করছিল।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত নগরবাসী। ছুটি হওয়ায় রাস্তা ঘাট প্রায় ফাঁকা। সকাল থেকেই আকাশ মেঘলা দেখাচ্ছিল। দুপুরের পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা মতো বৃষ্টি চলে।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী কাজলা এলাকার মিঠু বলেন, মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ঝরঝরে বৃষ্টির সাথে জোড়ালো বাতাস ছিল। বৃষ্টির ফলে মুহুর্তেই রাস্তার ধূলা বালি নাই হয়ে যায়। আশেপাশে খানা খন্দকে পানি জমে যায়। বৃষ্টির ফলে ওই এলাকার প্রকৃতি স্বচ্ছতা পেয়েছে। রাস্তার কোথাও পানি জমেনি। ফলে বৃষ্টির পর মানুষজন ঘুরতে বের হয়। সুন্দর আবহাওয়ায় সবাই আনন্দ করে।

এদিকে আগারগাঁও আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একে নাজমুল হক সারাবাংলাকে বলেন, ঢাকার যাত্রাবাড়ী, কাজলা, ডেমরা ও শনির আখড়া এলাকায় বৃষ্টিপাত হয়েছে। তবে ওই এলাকায় রেকর্ড করার মতো অফিস না থাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া ঢাকার বাইরে দেশের অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে।

সারাবাংলা/ইউজে/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন