বিজ্ঞাপন

শাল্লায় সহিসংতা: আরও ৬ আসামি গ্রেফতার

May 20, 2021 | 6:16 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় গ্রামবাসীর দায়ের করা মামলার আরও ছয়জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে ওই মামলার ৪৪ আসামি গ্রেফতার হলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মে) ভোরে গ্রেফতার ছয়জনকে পরে আদালতে নেওয়া হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন — শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান রিপন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া (৩৮), মাধু মিয়ার ছেলে বীর আলম বিকরুল (৪৫), দিরাই উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে মো. মতিউর রহমান মুন্সি (৬০), একই উপজেলার নাচনি গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া (২৩) ও ফয়জুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২২)।

এ ব্যাপারে ডিবির ওসি ইকবাল বাহার সারাবাংলাকে জানান, গ্রেফতার হওয়া এখলাছুর রহমান রিপন নোয়াগাঁওয়ের হামলায় নেতৃত্বদানকারীদের একজন। হামলার একদিন আগে থেকেই তিনি সক্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, ছয় আসামিকে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মামনুল হককে কটাক্ষ করে দেওয়া স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে মামুনুল সমর্থকরা ১৭ মার্চ হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় গ্রামের ৫টি মন্দিরও ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন