বিজ্ঞাপন

যশোরে ভারতফেরত শিশুসহ তিনজনের শরীরে করোনা শনাক্ত

May 21, 2021 | 8:24 am

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট

যশোর: প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৬ মাসের শিশুসহ তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৯ মে) সন্ধ্যায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি জানান, কোয়ারেন্টিনের ১৪তম দিন ১৮ মে ভারত ফেরত যাদের করোনার নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল তাদের মধ্যে তিনজনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে বেনাপোলে নিশাত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সাড়ে ১০ বছর বয়সী ক্যান্সার রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। তার সঙ্গে থাকা মা ও মামার করোনা নেগেটিভ এসেছে। এছাড়া যশোর বক্ষব্যাধী হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক নারী (২৩ বছর) ও তার ৬ মাস বয়সী শিশুর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। এ তিনজনকেই বুধবার সন্ধ্যার পর যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ক্যান্সার রোগী ওই শিশুর মা করোনা নেগেটিভ হলেও সন্তানের সঙ্গে তিনি হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন