বিজ্ঞাপন

তিনে সাকিব, শান্তর দুর্ভাগ্য

May 21, 2021 | 3:01 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ব্যাটিং পজিশনের তিন নম্বরে তরুণ নাজমুল হোসেন শান্ত, নাকি ফেরানো হবে সাকিব আল হাসানকে- ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে এই প্রশ্ন উঠছিল বারবার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সিরিজ শুরুর একদিন আগেই বিষয়টা খোলাসা করে দিলেন। তামিম জানিয়ে দিলেন, তিন নম্বর পজিশনে ব্যাট করবেন সাকিব। তরুণ নাজমুলের একাদশ থেকে বাদ পড়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন ওয়ানডে অধিনায়ক।

বিজ্ঞাপন

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করার অপরাধে সাকিব আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর থেকেই তিন নম্বর পজিশনে ব্যাটিং করানো হচ্ছিল তরুণ নাজমুলকে। কিন্তু তরুণ টপ অর্ডার ব্যাটার ব্যর্থ হয়েছেন বারবার। সম্ভবনাময় বলে তাকে তৈরি করে নেওয়ার উদ্দেশ্যে সাকিব নিষেধাজ্ঞা থেকে ফিরলেও তিনে ব্যাটিং করানো হয় নাজমুলকে। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব ব্যাটিং করেছেন চার নম্বরে, নাজমুল তিনে।

তরুণ ব্যাটার সেই যাত্রাতেও ব্যর্থ হলে বেশ সমালোচনা উঠে। কারণ বিশ্বকাপে তিন নম্বর পজিশনে তাক লাগানো ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব। সেই সমালোচনা আর বাড়তে দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

সিরিজের আগে আজ শুক্রবার (২১ মে) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের প্রশ্নে সরাসরি বলে দিলেন, ‘সাকিব তিন নম্বরে ব্যাট করবে।’

বিজ্ঞাপন

রঙিন পোশাকে বারবার ব্যর্থ তরুণ নাজমুলের হয়তো এই সিরিজে খেলা হচ্ছে না সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তামিম, ‘সে ৮-৯টা ওয়ানডে খেলেছে, দুর্ভাগ্যবশত যে পারফরম্যান্স তার কাছ থেকে আশা করেছি তা পাইনি। কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি , টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরাও মনে করি যে শান্ত আমাদের ভবিষ্যত। একটা সিরিজে দলে না থাকায় সব শেষ হয়ে যায়নি। অধিনায়ক হিসেবে আমি মনে করি শান্তর দলকে দেয়ার এখনও অনেক কিছু আছে। হয়ত এখন এই ফরম্যাট থেকে তার একটু বিশ্রাম দরকার। এরপর ঘরোয়া ক্রিকেটে রান করুক এবং আবার দলে শক্ত ভাবে ফিরে আসুক। এটা শুধু এ সিরিজ থেকে বাদ পড়াতেই আমরা তার প্রতি ধৈর্য্য দেখাইনি বা সে আমাদের পরিকল্পনায় নেই এমন কিছু না।’

গত ওয়ানডে বিশ্বকাপে তিনে ব্যাট করে আট ম্যাচে ৬০৬ রান করেছিলেন সাকিব, গড় ৮৬.৫৭। তিনে ফিরেই আবারও অমন অতিমানবীয় পারফরম্যান্স দেখাবেন, এমন প্রত্যাশা না করার কথাও বলে রাখলেন তামিম, ‘প্রত্যাশা অবশ্যই বেশি থাকবে। তবে মনে রাখতে হবে, সাকিব বিশ্বকাপে যা করেছে, সেটা ব্যতিক্রমী। আমি তো চাইব, প্রতি ম্যাচেই অমন হোক, সেও চাইবে। তবে এটা তো প্রতি ম্যাচে সম্ভব না। একটা ছেলে ৮-৯ ম্যাচে ৬০০ রান করে ফেলেছে, এটা তো আসলে সচরাচর দেখি না। …টেনশনের ব্যাপার নাই। আমি নিশ্চিত সে ভাল করবে। এক নাম্বার, সে এখানে ভাল করেছে। সে সেটি চালিয়ে যাবে। তবে এটাও মনে রাখতে হবে যে, যদি শুধু বিশ্বকাপের কথা চিন্তা করে দেখেন যে ওই ৬০০টা রান, এভাবে করে ক্রিকেট খেলাটা একটু কঠিন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ মে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর ১টায়।

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন