বিজ্ঞাপন

বিশ্বকাপ এবারই জিততে হবে: মেসি

March 27, 2018 | 12:41 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভিন্নগ্রহের ফুটবলার বলা হয় তাকে। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জাতীয় দলের জার্সিতেই শুধু বিশ্বকাপটা পাওয়া হয়নি। ফুটবল বিশ্বে অন্যতম এক উচ্চতায় থাকা এই ফুটবলার তাই এবার বললেন, নিজের এবং দলের জন্য শিরোপা জেতার এটাই শেষ সুযোগ। তাই জিততে হবে এবারের রাশিয়া বিশ্বকাপ।

২০১৪ সালে শিরোপার কাছে গিয়েও ১-০ গোলে জার্মানির কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে মেসিদের। এ পর্যন্ত প্রধান তিনটি প্রতিযোগিতার ফাইনালে গিয়ে ফিরে এসেছে মেসি এন্ড কোং।

কোপা আমেরিকার ২০১৫ সালে চিলির বিপক্ষে এবং ২০১৬ সালে যুক্তরাস্ট্রের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্জেন্টাইনের। তাই এই গ্রীষ্মে রাশিয়া বিশ্বকাপই আর্জেন্টিনার শিরোপা জেতার বড় সুযোগ বলে মনে করছেন আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি।

বিজ্ঞাপন

আজ রাতেই প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচকে সামনে রেখে যুক্তরাস্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে মেসি বলেন, ‘কঠিন ছিল বলেই আমরা পাইনি (বিশ্বকাপ শিরোপা)। এবারের পরের বিশ্বকাপের কথা চিন্তা করলে সেটাও ভয়ানক হবে।’

‘আমরা এই তিক্ত স্বাদ থেকে বের হয়ে বিশ্বকাপ জিততে চাই। শিরোপার কাছে গিয়ে ফিরে এসেছি। শিরোপা না পেয়ে সবাই হতাশও হয়েছি। ফাইনালে গিয়েও শিরোপা পাইনি, তবে খেলোয়াড়রাও শতভাগ দিয়েই তো চেস্টা করেছে।’

‘আমরা মনে করি, হয় এবার জিততে হবে, না হলে আর হবেনা। কারণ এটাই, আমাদের ভাবতে হবে বর্তমান খেলোয়াড়দের জন্য এটাই শেষ সুযোগ।’

বিজ্ঞাপন

চারটি ফেভারিট দলকে পেছনে ফেলে এবারের বিশ্বকাপ নিজেদের করা একেবারে সহজ হবে না, এটাও বলে রাখলেন মেসি, ‘এবারের বিশ্বকাপে স্পেন, জার্মানি, ব্রাজিল এবং ফ্রান্সের মতো প্রতিদ্বন্দ্বী দল আছে। বিশ্বকাপ জেতার জন্য এবারের প্রতিদ্বন্দ্বীদের থেকে কিছুটা পিছিয়েই আছি আমরা।’

চারবার ইউরোপিয়ান কাপ, আটবার লিগ শিরোপা, তিনবার ক্লাব বিশ্বকাপ আর পাঁচবার ব্যালন ডি’অর। সবকিছু মিলিয়ে ফুটবলে মেসির অপ্রাপ্তি খুব কমই আছে। শুধু এবার অপেক্ষা জাতীয় দলের জার্সিতে শিরোপা ঘরে তোলার।

 

সারাবাংলা/ এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন