বিজ্ঞাপন

আবুল খায়ের গ্রুপের ডিলারের গুদাম থেকে সিগারেট লুট

May 27, 2021 | 12:49 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আবুল খায়ের গ্রুপের এক পরিবেশকের গুদামে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই গুদাম থেকে প্রায় ৩৩ লাখ টাকার সিগারেট লুট করার অভিযোগ পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মে) ভোরে নগরীর ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় একটি ভবনের নিচতলার গুদামে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় প্রতিষ্ঠানটির স্টোর কিপারকে ‘জিম্মি’ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, আবুল খায়ের গ্রুপের পরিবেশক হোসাইন পারভেজ ও তার অংশীদারের যৌথ মালিকানার প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। তারা আবুল খায়ের গ্রুপ থেকে সিগারেটের ডিলারশিপ নিয়েছিলেন।

হোসাইন পারভেজের অভিযোগের ভিত্তিতে ওসি মহসীন বলেন, ভোর ৪টার দিকে গুদামের তালা কেটে একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। স্টোরকিপার তাদের বাধা দিলে তাকে হাত-পা বেঁধে ‘জিম্মি’ করে রাখে। এরপর ৯৪ কার্টন সিগারেট গুদাম থেকে বের করে একটি পিকাপে করে নিয়ে যায়। লুট করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান পুলিশ কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ওসি মহসিন বলেন, গুদামে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। সিসি ক্যামেরাও নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন