বিজ্ঞাপন

ফাইনালে ইউল্যাব ও বাংলাদেশ ইউনিভার্সিটি

March 27, 2018 | 6:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ইউল্যাব ও বাংলাদেশ ইউনিভার্সিটি। এই টুর্নামেন্টের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে গাজী গ্রুপ। সেমি ফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হয় ইউল্যাবের মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে।

দিনের প্রথম ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মুখোমুখি হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এবং দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম ইউনিভার্সিটি এর মুখোমুখি হয় বাংলাদেশ ইউনিভার্সিটি।

দিনের প্রথম ম্যাচে টস জিতে ইউল্যাব প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইইউবি সব উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে, ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে ইউল্যাব তাদের হাতে ৬ উইকেট বাকি থাকতে ১৭.২ ওভারেই জয়ের লক্ষে পৌঁছে যায়। তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩২/৪, ফলে ৬ উইকেটের সহজ জয় পায় ইউল্যাব। ইউল্যাব এর শরিফুল ইসলাম ৩ ওভার ১ বলে ১৪ রান দিয়ে ৪টি উইকেট সংগ্রহ করে ম্যাচ সেরা হন। মান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ইউল্যাব স্কুল অব বিজনেস এর লেকচারার মুসতবা তৌকির ইসলাম।

বিজ্ঞাপন

অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম ইউনিভার্সিটি বনাম বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যকার খেলায় টসে জিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৮ ইউকেট হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি ২০ ওভারে সংগ্রহ করে ১৫৪ রান । জবাবে প্রাইম ইউনিভার্সিটি ১৬.৫ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে গুটিয়ে যায়। বাংলাদেশ ইউনিভার্সিটি ৫৮ রানে জয়লাভ করে। বাংলাদেশ ইউনিভার্সিটির শফিকুল ইসলাম ২০ রান দিয়ে ৪ ওভারে ৫ উইকেট তুলে ম্যান অব দ্য ম্যাচ হন। পুরষ্কার তুলে দেন ইউল্যাবের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির মামুন।

বুধবার (২৮ মার্চ) সকাল দশটায় প্রাইম ও ইউরোপিয়ান ইউনিভার্সিটির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ মার্চ) ফাইনালে সকাল দশটায় ইউল্যাব এর বিপক্ষে লড়বে বাংলাদেশ ইউনিভার্সিটি।

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে ১২ টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বিজ্ঞাপন

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১২ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা আটটি দল সেমিফাইনালে ওঠার জন্য সুপার-৮ রাউন্ডে খেলে। সুপার-৮ রাউন্ডে বিজয়ী চারটি দল সেমিফাইনালে ২৭ মার্চ পরস্পরের মুখোমুখি হয়। সেমিফাইনালে বিজয়ী দুই দল ২৯ মার্চ ফাইনাল ম্যাচটি খেলবে। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ আর রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা।

এবারের আয়োজনে টিভি মিডিয়া পার্টনার গাজী টিভি; অনলাইন নিউজ পার্টনার সারাবাংলা.নেট; কন্টেন্ট পার্টনার হিসেবে রয়েছে কন্টেন্ট ম্যাটারস। অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করতে পারেন এই ঠিকানায়- http://cricket.ulab.edu.bd

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন