বিজ্ঞাপন

১১ মাসে ২২.৮৩ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স

June 1, 2021 | 7:49 pm

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি ২০২০-২১ অর্থবছরের ১১ মাসে (জুলাই-২০ থেকে মে-২১) প্রবাসীরা দুই হাজার ২৮৩ কোটি ৭০ লাখ (২২দশমিক ৮৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় (১ ডলার ৮৫ টাকা ধরে) এক লাখ ৯৪ হাজার ১১৪ কোটি ৫০ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স ৩৯ দশমিক ৪৯ শতাংশ বেশি। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে এর আগে প্রবাসীরা কোনো অর্থবছর কিংবা পঞ্জিকা বছরের এত বেশি রেমিট্যান্স পাঠায়নি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে ১ জুন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৫ দশমিক শূন্য ৫৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় থেকে সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।

বিজ্ঞাপন

এদিকে প্রবাসীদের গত ১১ মাসে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ গত পুরো অর্থবছরের চেয়ে ৪৮৩ কোটি ৪০ লাখ ডলার বেশি। সর্বশেষ ২০২০ সালে প্রবাসীরা ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা ছিল একক বছরে সর্বোচ্চ রেমিট্যান্স। অন্যদিকে অর্থবছর হিসেবে গত ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীরা ১ হাজার ৮২০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠায়।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মে মাসে ঈদ থাকায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি করোনাকালে প্রবাসীরা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। এছাড়াও গত অর্থবছর থেকে প্রবাসীদের রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা দেওয়ার কারণে রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়ছে।’

সূত্র জানায়, চলতি বছরের সদ্য বিদায়ী মে মাসে প্রবাসীরা ২১৭ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। অন্যদিকে এটি ২০২০ সালের মে মাসের চেয়ে ৬৬ কোটি ৬১ লাখ ডলার বেশি। গত বছরের মে প্রবাসীরা রেমিট্যান্স পাটিয়েছিলেন ১৫০ কোটি ৫০ লাখ ডলার।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের ১১ মাসে (জুলাই-২০ থেকে এপ্রিল-২১) প্রবাসীরা ২ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অন্যদিকে গত অর্থবছরের প্রথম ১১ মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠায় ১ হাজার ৬৩৭ কোটি ২০ লাখ ডলার। ফলে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৯ দশমিক ৪৯ শতাংশ।

চলতি অর্থবছরের ১১ মাসে প্রবাসীদের রেমিট্যান্স

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স প্রথমবারের মতো ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। গত জুলায়ে প্রবাসীরা রেকর্ড ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। এরপর আগস্টে রেমিট্যান্স কিছুটা কমে হয় ১৯৬ কোটি ৩০ লাখ ডলার। সেপ্টেম্বরে তা আবার বেড়ে ২১৫ কোটি ১০ লাখ ডলারে উন্নীত হয়। এরপর গত অক্টোবরে ২১১ কোটি ২০ লাখ ডলার, নভেম্বরে ২০৭ কোটি ৮০ লাখ ডলার এবং ডিসেম্বরে ২০৫ কোটি ৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বিজ্ঞাপন

নতুন বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমতে শুরু করে। ২০২১ সালের জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ২৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ৫ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৬৬ লাখ, এপ্রিলে ২০৬ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। সর্বশেষ গত মে মামে দেশে রেমিট্যান্স আসে ২১৭ কোটি ১১ লাখ ডলার। যা একক মাস হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

অর্থবছরভিত্তিক রেমিট্যান্স

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ১ হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০১৮-১৯ অর্থবছরের রেমিট্যান্স আসে ১ হাজার ৬৩১ কোটি মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার।

পঞ্জিকা বছর হিসাবে রেমিট্যান্স

বিজ্ঞাপন

২০২০ সালে করোনার মধ্যেও প্রবাসীরা অতিথের সব রেকর্ড ভেঙে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠায়।এর আগে ২০১৯ সালে প্রবাসীরা ১ হাজার ৮৩৩ কোটি মাকির্ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল। এছাড়া ২০১৮ সালে ১ হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে ১ হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে ১ হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে ১ হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি প্রবাসী রয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপিতে অবদান রেখেছে ১২ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশ হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর ও ইতালি।

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন