বিজ্ঞাপন

৫০ গণমাধ্যম নিয়ে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

March 27, 2018 | 6:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০১৮’ বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিলিয়ে মোট ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

ডিআরইউ ক্রিকেটের এবারের আসরের টাইটেল স্পন্সর সামিট গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড লিমিটেড ও কেএন হারবার কনসোর্টিয়াম লিমিটেড।

‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট ২০১৮’ উপলক্ষে মঙ্গলবার (২৭ মার্চ) ডিআরইউ’র মিলনায়তনে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়ার সঞ্চালনায় টুর্নামেন্টের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপ-কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিন হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল কাফি।

এছাড়া সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ, বদরুল আলম চৌধুরী খোকন, ক্রিকেট কমিটির সদস্য সচিব মাইনুল হাসান সোহেল, সদস্য সাইফুল ইসলাম,স্বপন বসু ও আসাদুর রহমান আসাদ উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে কিছু পরির্বতন আনা হয়েছে। প্রতিটি দলের দু’জন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবেন। খেলা হবে ৬ ওভার করে। একজন ব্যাটসম্যান আউট না হওয়া পর্যন্ত খেলতে পারবেন। কোন দল ইচ্ছে করলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য এমন সর্বোচ্চ ১ জনকে অতিথি খেলোয়াড় হিসেবে খেলাতে পারবে। সংশ্লিষ্ট দলের অতিথি খেলোয়াড় (তালিকায় যাদের নাম নেই) তার নিজের প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদকের অনুমতি সাপেক্ষে অন্য দলে খেলতে পারবেন।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার (৩০ মার্চ) সকাল ১০টায় সারাবাংলা.নেটের মুখোমুখি হবে যুগান্তর।

প্রতি দলে এক ম্যাচে ৬ জন খেলোয়াড় একসাথে মাঠে খেলতে পারবেন। তবে প্রতিটি খেলায় প্রত্যেক দলের নূন্যতম ৫ জন খেলোয়াড়কে অংশ নিতে হবে। প্রতি দলে কোচ ও ম্যানেজার সহ সর্বমোট ১০ জন সদস্য থাকবে। কোচ ও ম্যানেজার ডিআরইউ সদস্য হলে ম্যাচ খেলতে পারবেন। টুর্নামেন্টের চাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা ও ট্রফি, রানার্স আপ দল পাবে ২৫ হাজার টাকা ও ট্রফি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন