বিজ্ঞাপন

অনলাইন ব্যবসায় অস্বাভাবিক অফার নিয়ে সরকার উদ্বিগ্ন

June 2, 2021 | 10:42 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে অনলাইনে পণ্য কেনাবেচা বা ই- কমার্স ব্যবসা ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত এক বছরে ই- কমার্সের গতি বাড়িয়ে দিয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা অনলাইনে পণ্য বিক্রির অস্বাভাবিক অফার দিয়ে থাকেন। যা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সে অফারে মানুষ পণ্য ক্রয় করে পেয়েও থাকেন। কিন্তু সরকার এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে নজর রাখতে নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে জোরেসোরে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খান সংবাদ ব্রিফিং এর বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, ‘অনলাইন ব্যবসা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা লক্ষ করছি দেড় লাখ টাকা মূল্যের ফ্রিজ অর্ধেক দামে বিক্রির অফার দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে হয়ত ১০ কিংবা ২০ জনকে দিচ্ছে কিন্তু এই লোভে যখন ৫০০ জন আবেদন করবে তখন তো সে গা ঢাকাও দিতে পারে।’

তিনি যুব কর্মসংস্থান সোসাইটি- যুবক এর উদাহরণ টেনে বলেন, ‘এটি আইন দিয়ে নিয়ন্ত্রণের জন্য আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি। পাশাপাশি পুলিশ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে কারা এমন অফার দিচ্ছে, কীসের ভিত্তিতে দিচ্ছেন? তাদের সম্পর্কে তথ্য রাখা, যাতে মানুষের টাকা নিয়ে পালিয়ে যেতে না পারে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘এ ধরনের অস্বাভাবিক কথা বলে যারা বিজ্ঞাপন দেয়, পুলিশ তাদের যেন নজরদারিতে রাখে। সরকারি রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা এ বিষয়ে জনগণকে সতর্ক করতে চাচ্ছি, যেন তারা এ ফাঁদে পা না দেয়।’

সারাবাংলা/জেআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন