বিজ্ঞাপন

প্রবাসী আয়ে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা থাকছে

June 3, 2021 | 5:29 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে বৈধপথে প্রবাসী আয় আনতে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটেও ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, `চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রাবসী আয় এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যেক্ষত্রে প্রবৃদ্ধি ৪০ দশমিক ১ শতাংশ। মূলত প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাসী আয়ের ওপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ পাঠানো প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাসী আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘কোভিড মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রফতানি বাণিজ্য প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাসী আয়ের এ অভাবনীয় সাফল্য আমাদের স্বস্তির মধ্যে রেখেছে। সামগ্রিক বাস্তবতায় এবং বৈধ পন্থায় প্রবাসী আয় পাঠানো উৎসাহিত করতে আগামী অর্থবছরেও এ খাতে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে বিশেষ প্যাকেজ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন