বিজ্ঞাপন

শুনানি চাইবে বেসিস, না পেলে রিট

March 27, 2018 | 9:48 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বেসিস নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুবিভাগ ডিপার্টমেন্ট অব ট্রেড অর্গানাইজেশনে (ডিটিও) অভ্যন্তরীণ শুনানির আবেদন করবে সংগঠনটি।

প্রতি রোববার ডিটিওতে অভ্যন্তরীণ শুনানির সুযোগ থাকলেও আগামী শনিবার (৩১ মার্চ) বেসিসের নির্বাচন হওয়ার কথা থাকায় আগামীকাল (২৮ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে আবেদন করা হবে। আর আবেদন নাকচ করা হলে উচ্চ আদালতে বুধবারই রিট করা হবে। মঙ্গলবার (২৭ মার্চ) বেসিসের বোর্ড মেম্বারদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত এসেছে।

এদিকে, জরুরি ওই বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে সাক্ষাত করেছেন নির্বাচন বোর্ডের প্রধান এস এম কামাল, বর্তমান সভাপতি আলমাস কবীর ও সাবেক সভাপতি মাহবুব জামান।

বিজ্ঞাপন

বেসিস নির্বাচন বোর্ডের প্রধান ও সাবেক বেসিস সভাপতি এস এম কামাল ওই বৈঠকে জানিয়েছেন, ‘নির্বাচন স্থগিত করার এখতিয়ার ডিটিওর নেই। যেহেতু নির্দেশ দেয়া হয়েছে তাই আগামীকাল সকালেই শুনানীর আবেদন করা হবে। যদি শুনানির সুযোগ না পাওয়া যায় তাহলে বুধবারই হাইকোর্টে রিট করা হবে।’

সারাবাংলা/ইএইচটি/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন