বিজ্ঞাপন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

June 5, 2021 | 12:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: গাজীপুরের সালনা টেকি বাড়ি এলাকায় ঢাকা রাজশাহী রেল রুটে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন জামালপুরের বাসিন্দা অটোরিকশা চালক মোতালেবের স্ত্রী মোরশেদা ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু ভাইজি।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ঢাকা রাজশাহী রেল রুটের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মাত্র পাঁচদিন আগে মুর্শেদার সঙ্গে অটোরিকশাচালক মোতালেবের বিয়ে হয়।

এ দিকে একইদিন সকালে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক নারী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেখ হাসিনাকে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যাশিক্ষক নিয়োগ গতিশীল করতে এনটিআরসিএকে নির্দেশউখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র সচিবত্রুটিযুক্ত এয়ারক্রাফট শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শমিয়ানমারে সংঘাত: বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফবাসীর নির্ঘুম রাতফের সম্মেলনের তারিখ ঘোষণা, স্বপনের সামনে ২ নেতার পালটাপালটিএডিস লার্ভা পাওয়ায় স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানাপদ্মা সেতু প্রকল্পের সমাপনী ঘোষণায় মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীনৌবাহিনীর নবীনদের কুচাকাওয়াজে ভারতীয় নৌপ্রধানশনিবার বিক্ষোভ, রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা সব খবর...
বিজ্ঞাপন