বিজ্ঞাপন

একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব না : দুদক চেয়ারম্যান

March 28, 2018 | 12:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: দুদকের একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার দুর্নীতি দমন সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি কিছুটা কমলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষাখাতে যারা দুর্নীতি করবে তাদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছেন দুদক চেয়্যারম্যান।

বিজ্ঞাপন

এ ছাড়াও তিনি বলেন, উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা ধরে রাখতে হলে অর্থপাচার বন্ধ করা দরকার। যারা দেশের অর্থ বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাত দিনব্যাপী জনসচেতনা বৃদ্ধিমূলক সপ্তাহের তৃতীয় দিনে এই মানববন্ধন করে দুর্নীতি দমন কমিশন।

সারাবাংলা/এসও/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন