বিজ্ঞাপন

সূচকের পতন হলেও লেনদেন ছাড়িয়েছে ২ হাজার কোটি টাকা

June 7, 2021 | 4:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে সূচকের পতন হলেও লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সোমবার (৭ জুন) দেশের দুই পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। একইসঙ্গে সব সূচক, আর্থিক ও শেয়ারের লেনদেন কমেছে।

বিজ্ঞাপন

সোমবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৩৬৭টি কোম্পানির ৬৩ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার ৪৭৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৯৮টির, কমেছে ২৪২টির এবং ২৭টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসই’তে আর্থিক লেনদেনের পরিমাণ দুই হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকা দাঁড়িয়েছে।

আগের দিন ডিএসই’তে লেনদেন হয়েছিল দুই হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭৫ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২৮৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯৫ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০০টি কোম্পানির ২ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৯৩৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসই’তে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগের দিন সিএসই’তে লেনদেন হয়েছিল ৯০ কোটি ৬৭ লাখ টাকা। এদিন সিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯০ পয়েন্ট কমে ১৭ হাজার ৩১৭ পয়েন্টে নেমে আসে।

সারাবাংলা/জিএস/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন