বিজ্ঞাপন

বেনাপোল বন্দরে দাহ্য পদার্থ বোঝাই ভারতীয় ট্রাকে আগুন

June 8, 2021 | 11:50 am

লোকাল করেসপন্ডেন্ট

বেনাপোল (যশোর): জেলার বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর শেডের অদূরে থাকা দাহ্য পদার্থ বোঝাই একটি ভারতীয় ট্রাক আগুনে ভস্মীভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত থেকে আমদানিকৃত খালাসের অপেক্ষায় থাকা ব্লিচিং পাউডার বোঝাই ১০ চাকার ওই ট্রাকে আগুন লাগে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারী বৃষ্টি ও দফায় দফায় বজ্রপাত চলাকালে সোমবার সন্ধ্যায় ব্লিচিং পাউডার বোঝাই ওই ট্রাকে আগুন লাগলে বন্দর কর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকটি পুড়ে ভস্মীভূত হয়। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তারা অভিযোগ করে, আগুন লাগার অনেক পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট টানা একঘণ্টার চেষ্টা করে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর শেডের অদূরে থাকা দাহ্য পদার্থ বোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন