বিজ্ঞাপন

সানরাইজার্সের অধিনায়ক থাকছেন না ওয়ার্নার

March 28, 2018 | 1:09 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বল টেম্পারিংয়ের পরেই দায় নিয়ে স্টিভ স্মিথ সরে দাঁড়িয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে। এবার ডেভিড ওয়ার্নারও সরে দাঁড়ালেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে। খুব শিগগিরই ঘোষণা করা হবে সানরাইজার্সের নতুন অধিনায়কের নাম।

স্মিথ সরে দাঁড়ানোর পর ওয়ার্নারের কাছ থেকেও যে আইপিএল অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে, সেটাই শোনা যাচ্ছিল। কাল ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, স্মিথ-ব্যানক্রফটের সাথে দেশে ফিরে যেতে হবে ওয়ার্নারকেও। আজই ঘোষণা এসেছে, গত চার বারের অধিনায়ক ওয়ার্নার এবার আর দায়িত্বে থাকছেন না। সানরাইজার্সের প্রধান নির্বাহী কে শানুনমুগাম জানিয়েছেন, গত কিছুদিনের ঘটনার জের ধরেই ওয়ার্নার সরে দাঁড়িয়েছেন। তবে সানরাইজার্সের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বলেছেন, এই ঘটনা সানরাইজার্সের ওপর কোনো প্রভাব ফেলবে না।

২০১৫ সালে ওয়ার্নার দায়িত্ব নিয়েছিলেন সানরাইজার্সের। দুই বছর আগে শিরোপা এনে দিয়েছিলেন দলকে, সেবার দুর্দান্ত খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। গত বছরও দলকে নিয়ে গিয়েছিলেন প্লে অফে। শোনা যাচ্ছে, ওয়ার্নারের জায়গায় নতুন অধিনায়ক হতে পারেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন