বিজ্ঞাপন

ঢামেকে ২৪ দালাল গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

June 10, 2021 | 5:25 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ দালালকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুন) বেলা আড়াইটার দিকে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বলেন, ‘ঢাকা মেডিকেল দেশের সবচেয়ে বড় হাসপাতাল। সারাদেশের লোকজন এখানে এসে একটি সুন্দর সিস্টেমের মধ্যে চিকিৎসা নেয়। কিন্তু এই দালালরা তাদের সুন্দর চিকিৎসা সেবা নিতে বাধা সৃষ্টি করে। দালাল বা মধ্যস্থ্যকারীরা এই হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারীদের দৈনন্দিন কাজকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ও ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করি।’

তিনি বলেন, ‘এখানে কিছু ভুক্তভোগী ছিল। তারাও আমাদের কাছে অভিযোগ করেছে। সেবা নিতে আসা অনেককেই দালালরা ব্রেইন ওয়াশ করে বিভিন্ন নামি বেনামি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। ওইসব ক্লিনিকে কম দামে ভাল সেবা দেবে বলে আশ্বস্থ করে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে তারা ভালো কোনো চিকিৎসা পায় না। এইসব অভিযোগেরও আমরা সত্যতা পেয়েছি। সেসব প্রাইভেট হাসপাতালগুলোতেও আমাদের অভিযান অব্যহত আছে। আজ ঢাকা মেডিকেল থেকে ২৪ জন দালালকে গ্রেফতার করছি। এসব দালাল শ্যামলী বা মোহাম্মদপুরের বিভিন্ন হাসপাতলে রোগী ভাগিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।’

বিজ্ঞাপন

পলাশ কুমার বলেন, ‘এসব দালালদের অনেকের কাছে রোগীর প্রেসক্রিপশন, বিভিন্ন ডায়াগনিস্টিক সেন্টারের কাগজ পেয়েছি। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা এর কোন সদুত্তর দিতে পারেনি। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড পাওয়া ব্যক্তিও রয়েছেন।’

সাজাপ্রাপ্তদের মধ্যে হাসপাতালের কোন সরকারি কর্মচারী রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুয়েকজন সরকারি স্টাফকেও প্রথমে আটক করা হয়েছিল। তবে পরবর্তি সময়ে তাদের আইডি কার্ড দেখে ও হাসপাতালের সহকারী পরিচালকের সত্যতা যাচাইয়ের পর ছেড়ে দেওয়া হয়েছে।’

এদিকে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ‘এখানে গ্রাম থেকে অধিকাংশ রোগী সুচিকিৎসার জন্য আসে। আমরা এসব রোগীদের সেবা দিতে কাজ করি। আমরা চাই না তারা হয়রানির শিকার হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

বিজ্ঞাপন

সরকারি কোনো কর্মচারী এসব দালালদের সঙ্গে জড়িত কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ দেয়, তাহলে আমরা অবশ্যই তাদের শনাক্ত করে ব্যবস্থা নেব।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন